Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বেপজার রফতানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ২৪ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেপজার রফতানি আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

ঢাকা : ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ৮ ইপিজেডের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ৬ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রফতানি হয়েছে ৬ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের।

এর আগের ২০১৪-১৫ অর্থবছরে রফতানি হয়েছিল ৬ দশমিক ১১ বিলিয়ন ডলার। এক্ষেত্রে আগের অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে রফতানি আয় বেড়েছে ৯ দশমিক ২১ শতাংশ।

বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে চট্টগ্রাম ইপিজেডের শিল্পসমূহ থেকে ২ দশমিক ৪১ বিলিয়ন, ঢাকা ইপিজেডে ২ দশমিক ১৮ বিলিয়ন, কর্ণফুলী ইপিজেডে ৮২৩ দশমিক ২৮ মিলিয়ন, আদমজী ইপিজেডে ৫৬২ দশমিক ৯১ মিলিয়ন, কুমিল্লা ইপিজেডে ৩০৮ দশমিক ৩৩ মিলিয়ন, মংলা ইপিজেডে ৭৪ দশমিক ৬৬ মিলিয়ন, ঈশ্বরদী ইপিজেডে ১১৪ দশমিক ৭৪ মিলিয়ন এবং উত্তরা ইপিজেডে ১৮৮ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে।

ঊল্লেখ্য, ২০১৪-১৫ অর্থবছরে রফতানি হওয়া ৬ দশমিক ১১ বিলিয়ন ডলারের মধ্যে চট্টগ্রাম ইপিজেডে ২ দশমিক ৩৮ বিলিয়ন, ঢাকা ইপিজেডে ১ দশমিক ৯৯ বিলিয়ন, কর্ণফুলী ইপিজেডে ৭০৯ দশমিক ৭৪ মিলিয়ন, আদমজী ইপিজেডে ৪৬৭ দশমিক ৩৭ মিলিয়ন, কুমিল্লা ইপিজেডে ২৭৪ দশমিক ৬৩ মিলিয়ন, মংলা ইপিজেডে ৮৪ দশমিক ২৬ মিলিয়ন, ঈশ্বরদী ইপিজেডে ১০৮ দশমিক ২৬ মিলিয়ন এবং উত্তরা ইপিজেডে ৮৭ দশমিক ৯৯ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছিল।

উল্লেখ্য,২০১৫-১৬ অর্থবছরে দেশের মোট রফতানি আয়ের প্রায় ২০ শতাংশ বেপজা এলাকায় উৎপাদিত পণ্য বিক্রি থেকে এসেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer