Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩২, ৮ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

যশোর : গ্রিনলাইন পরিবহনের কাউন্টার ভাংচুর ও চারজন পরিবহন শ্রমিককে পিটিয়ে আহত করার প্রতিবাদে বেনাপোলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

শনিবার সকাল থেকে এই ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকরা।

ধর্মঘটের শুরুতে সকালে বেনাপোলের প্রধান সড়কের ওপর পরিবহন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে শত শত পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্টে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরাও।

পরিবহন শ্রমিকরা জানান, শুক্রবার বিকালে আগামী ১০ জুলাই জেলা ছাত্রলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে বেনাপোল পৌর ছাত্রলীগের (মেয়র সমর্থিত) নেতাকর্মীরা বন্দরে একটি মিছিল বের করে। মিছিলটি যখন বেনাপোল পরিবহন স্ট্যান্ডে আসে, তখন গ্রিনলাইন পরিবহনের একটি বাসের বক্সে যাত্রীদের ল্যাগেজ ওঠাচ্ছিলেন মোহন (৩৫) নামে এক শ্রমিক।

এ নিয়ে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়। এর পরই ছাত্রলীগের কর্মীরা উত্তেজিত হয়ে মোহনকে বেধড়ক মারপিট করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে ওই বাসের চালক জামাল, সুপারভাইজার আলাল ও হেলপার লিয়াকতকে মারপিট করে আহত করে ছাত্রলীগ কর্মীরা।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer