Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বেঁচে আছেন আইএস প্রধান বাগদাদি, দাবি ম্যাটিসের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২৩ জুলাই ২০১৭

আপডেট: ২১:৪৫, ২৩ জুলাই ২০১৭

প্রিন্ট:

বেঁচে আছেন আইএস প্রধান বাগদাদি, দাবি ম্যাটিসের

ঢাকা : আইএস প্রধান আবু বকর আল বাগদাদিকে নিয়ে মুখ খুললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। তার দাবি, বাগদাদি বেঁচে আছেন। খবর এএফপি’র।

গত সপ্তাহে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়াতে বাগদাদির নিহত হয়েছে বলে দাবি করেছিল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে দিন কয়েক আগে ইরাকের কুর্দ বাহিনীর এক নেতা জানিয়েছিলেন, বাগদাদি জীবিতই। রাকা শহরের দক্ষিণেই কোথাও গা-ঢাকা দিয়ে আছেন তিনি।

কুর্দ বাহিনীর ওই নেতার এই দাবির পরেই সামনে এল পেন্টাগন প্রধানের এই দাবি। তার বক্তব্য, ‘আমি মনে করছি, বাগদাদি এখনও বেঁচে আছেন। যদি আমরা তাকে মেরে ফেলতে পারি, তবেই বিশ্বাস করব যে, তিনি জীবিত নন।’

বাগদাদিকে শেষ বারের মতো দেখা গিয়েছিল ২০১৪ সালে। তার পর থেকে বহু বার রিপোর্টে উঠে এসেছে যে, সিরিয়া বা ইরাকে তিনি নিহত হয়েছেন। গত কয়েক মাসেও এই আইএস নেতার মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাগদাদির মৃত্যু হয়েছে বারবার গুজব রটেছে।

এমনকি, পেন্টাগনের পক্ষেও জানানো হয়েছিল, আইএসের প্রত্যহিক কার্যকলাপের সঙ্গে যুক্ত নন বাগদাদি। কিন্তু জেমস ম্যাটিস জানিয়েছেন, বাগদাদি এখনও সক্রিয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer