Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার সাভারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বৃহস্পতিবার সাভারে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা : বৃহস্পতিবার সাভারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০ টায় সড়ক পথে সাভারের বিশমাইল এলাকায় সাভার সেনানিবাসে পৌঁছে সেনাবাহিনীর কমবাইন্ড মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল উদ্বোধন করবেন তিনি।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন।

এ বিষয়ে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, "ইতিমধ্যে সাভারে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে।

মহাসড়কের দুই পাশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর যাওয়া-আসার সময় তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাবে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে এবং অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রীবর্গ, সেনাবাহিনীর প্রধানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন বলে জানা গেছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer