Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বৃহস্পতিবার শুরু হচ্ছে সায়েন্স ফিকশন বইমেলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩২, ১৯ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বৃহস্পতিবার শুরু হচ্ছে সায়েন্স ফিকশন বইমেলা

দেশে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সায়েন্স ফিকশন বইমেলা ২০১৭। রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তর (পাবলিক লাইব্রেরি) প্রাঙ্গনে ১৯ অক্টোবর বিকেল চারটায় শুরু হয়ে বইমেলা চলবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। ‘সালাম স্টিল কনকস্ট রি রোলিং মিলস লি.’ এর পৃষ্ঠপোষকতায় নয়দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)।

এবারের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন করবেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মনোশিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মোহিত কামাল এবং গণগ্রন্থাগার অধিদপ্তর বাংলাদেশ এর মহাপরিচালক আশীষ কুমার সরকার । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ।

“এসো এসো, সায়েন্স ফিকশন বইমেলা ২০১৭ তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের অজানা জগতে”- স্লোগান নিয়ে অনুষ্ঠেয় বইমেলায় বিভিন্ন প্রকাশনার বিজ্ঞান বিষয়ক বই ২৫%কমিশনে কেনা যাবে । উৎসবের সর্বোচ্চ সংখ্যক বই ক্রেতাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হবে।

মেলা উদ্বোধনের দিন বিকেলে আহসান হাবীব, মোশতাক আহমেদ, ডা. মিজানুর রহমান কল্লোল, দীপু মাহমুদ, রকিবুল ইসলাম মুকুল, নাসিম সাহনিক, শরিফ উদ্দীন সবুজ, আসিফ মেহদীসহ অনেক জনপ্রিয় সায়েন্স ফিকশন লেখক উপস্থিত থাকবেন। মেলায় আগত দর্শনার্থীরা তাদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময়ের সুযোগ পাবেন। এছাড়াও সায়েন্স ফিকশন সোসাইটির সদস্য হওয়ার সুবর্ণ সুযোগ থাকছে এই আয়োজনে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer