Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন ৭ চিকিৎসক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৮, ১৪ মার্চ ২০১৮

আপডেট: ২০:৫২, ১৪ মার্চ ২০১৮

প্রিন্ট:

বৃহস্পতিবার নেপাল যাচ্ছেন ৭ চিকিৎসক

ঢাকা : ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের যে যাত্রীরা আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন, তাদের চিকিৎসা দিতে নেপাল যাচ্ছেন বাংলাদেশের সাত চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক লুৎফর কাদির লেলিনের নেতৃত্বে এই চিকিৎসক দল যাচ্ছে, যারা অগ্নিদগ্ধদের চিকিৎসায় পারদর্শী।সাত চিকিৎসক বৃহস্পতিবার সকাল ১১টায় নেপালের উদ্দেশে রওনা হবেন বলে জানান তিনি।

গত সোমবার নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজ। এতে ৭১ আরোহীর মধ্যে পাইলটসহ ৪৯ জনের মৃত্যু হয়। নিহতদের ২৬ জন ছিলেন বাংলাদেশি।

দুর্ঘটনায় আহত ১০ জন কাঠমান্ডুতে হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের সবার গায়ে আগুনের ক্ষত, কেননা বিধ্বস্ত হওয়ার পর উড়োজাহাজটিতে আগুন ধরে গিয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer