Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৩, ২৮ জুন ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা

ঢাকা : ঈদুল ফিতরের চতুর্থ দিন বৃহস্পতিবার সকালে আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারি আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজির দিতে যাবেন খালেদা। এদিন সকাল ১০টার দিকে গুলশানের বাসা থেকে বের হবেন তিনি।

বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান বৃহস্পতিবার এ দিন ধার্য রয়েছে।

এর আগে ২২ জুন খালেদা জিয়া ১১টা ৩৫ মিনিটে আদালতে উপস্থিত হন। সাড়ে ১২টার দিকে তিনি আদালত চত্বর ত্যাগ করেন। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন আর রশীদের জেরা বৃহস্পতিবারও শেষ না হওয়ায় ফের তাকে জেরা করার দিন ধার্য করেন আদালত।

অপরদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষের সমর্থনের জন্যও একই দিন ধার্য করেন আদালত।

১৫ জুন জিয়া চ্যারিটেবল টাস্ট্র দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুন আর রশীদকে জেরা করেন খালেদার আইনজীবী রেজ্জাক খান। জেরার একপর্যায় তিনি তদন্ত কর্মকর্তকে বলেন, আপনি আইনের ব্যত্যয় ঘটিয়ে মামলার তদন্ত করেছেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer