Bahumatrik Logo
২০ অগ্রাহায়ণ ১৪২৩, রবিবার ০৪ ডিসেম্বর ২০১৬, ৪:০৭ অপরাহ্ণ

বৃষ্টি আনতে কিশোরকে নগ্ন করে ঘুরানো হল গোটা গ্রাম!


১৮ জুন ২০১৬ শনিবার, ০৯:৫১  এএম

বহুমাত্রিক ডেস্ক


বৃষ্টি আনতে কিশোরকে নগ্ন করে ঘুরানো হল গোটা গ্রাম!

ঢাকা: গোটা গ্রাম জুড়ে চলছে খরা। শুকিয়ে চৌচির ফসলী জমি। শুকিয়ে গেছে জলাধারও। বৃষ্টি আনতে বরুণ দেবতাকে সন্তুষ্ট করাটা ছিল জরুরি। বরুণ দেবতাকে সন্তুষ্ট করতে তাই এক কিশোরকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম!

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গ অঞ্চলের পান্ডারহাল্লি গ্রামে। এই পুরো ঘটনাটি মোবাইলে তুলে ইন্টারনেটে ছাড়া হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।

ভিডিওতে দেখা যাচ্ছে এক কিশোরকে নগ্ন করে তার হাতে বিগ্রহ ধরিয়ে দেওয়া হয়েছে। তারপর সেই বিগ্রহ মাথায় নিয়ে গোটা গ্রাম ঘুরছে ওই কিশোর।

রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে পুজো করা হচ্ছে ওই বিগ্রহকে। তারপর নগ্ন ওই কিশোরের মাথায় কয়েক কলসি জল ঢালা হয়। দেওয়া হয় নতুন পোশাক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।