Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর ড্রেজিং সম্পন্ন করার সুপারিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২০ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ নদীর ড্রেজিং সম্পন্ন করার সুপারিশ

ঢাকা : পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অগ্রাধিকার ভিত্তিতে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ নদীর ড্রেজিং সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে।

রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ. কে. এম. ফজলুল হক, মোঃ ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছাঃ সেলিনা জাহান লিটা সভায় অংশগ্রহণ করেন।

মেকানিক্যাল ইকুয়িপম্যান্ট (এম.ই) পরিদপ্তরের কর্মকান্ড সম্পর্কে আলোচনা হয় এবং প্রয়োজন অনুযায়ী জনবল নিয়োগের সুপারিশ করা হয়।

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) বন্যা নিয়ন্ত্রণ সড়ক কাম বেড়ী বাঁধ প্রতিরক্ষা ও নিষ্কাশন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয় এবং প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার জোড়ালো সুপারিশ করা হয়। এছাড়াও তিস্তা ব্যারেজ প্রকল্প, ফেজ-২ (ইউনিট-১) এর কার্যক্রম প্রায় সমাপ্তির পথে বলে বৈঠকে অবহিত করা হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer