Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বুলডোজারে রোহিঙ্গা গ্রামের ধ্বংসাবশেষ নষ্ট করছে মিয়ানমার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুলডোজারে রোহিঙ্গা গ্রামের ধ্বংসাবশেষ নষ্ট করছে মিয়ানমার

ঢাকা : রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেয়ার পর ধ্বংসাবশেষ বুলডোজার দিয়ে নষ্ট করা হচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। 

স্যাটেলাইট থেকে ধারণকৃত দৃশ্যে দেখা গেছে রোহিঙ্গা পল্লীতে বুলডোজার চালিয়ে রোহিঙ্গা আলামত নষ্ট করা হচ্ছে।

কলম্বোভিত্তিক ডিজিটাল গ্লোব শুক্রবার এমন দৃশ্যের ছবি প্রকাশ করেছে বলে বার্তা সংস্থা এপিতে সংবাদ প্রকাশিত হয়। যেখানে দেখা যায় সাম্প্রতিক স্পতাহগুলোতে কয়েক ডজন গ্রামে বুলডোজার চালিয়ে ধ্বংসস্তুপের চিহ্নও মুছে দিচ্ছে। এসব ছবি বিশ্লেষণ করে উদ্বেগের কথা জানিয়েছে এইচআরডব্লিউ।

গত আগস্টে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে গত আগস্টে অভিযান শুরুর পর এ পর্যন্ত বাংলাদেশে এসেছে প্রায় সাত লাখ সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম। আন্তর্জাতিক সম্প্রদায় এই অভিযানকে জাতিগত নিধন বলে আখ্যা দিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer