Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বুধবার হোসাইন-মোসলেমের যুদ্ধাপরাধের রায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ১৮ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুধবার হোসাইন-মোসলেমের যুদ্ধাপরাধের রায়

ঢাকা: কিশোরগঞ্জের সৈয়দ মো. হোসাইন ও মো. মোসলেম প্রধানের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেওয়া হবে বুধবার।

মঙ্গলবার রায়ের এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় দেবেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

মোসলেম আটক থাকলেও হোসাইন পলাতক।

গত ০৭ মার্চ উভয়পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপনের মাধ্যমে এ মামলায় বিচারিক কার্যক্রম শেষ হলে রায় যেকোনো দিন দেওয়া হবে জানিয়ে অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer