Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বুধবার থেকে লন্ডনে ফের কার্গো পরিবহন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ১৪ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুধবার থেকে লন্ডনে ফের কার্গো পরিবহন শুরু

ঢাকা :  দুই বছর বন্ধ থাকার পর বুধবার থেকে আবার যুক্তরাজ্যের লন্ডনে কার্গো পরিবহন শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যের কার্গো নিরাপত্তামান সনদ এসিসিথ্রি অর্জনের মাধ্যমে বিমান এই সুযোগ পেল।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বেলা পৌনে ১১টায় বিজি-০০১ ফ্লাইটে করে ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে।

২০১৬ সালের ৮ মার্চ যুক্তরাজ্য সরকার বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। এ কারণে বিমানের ঢাকা-লন্ডন পথে সরাসরি কার্গো পরিবহন বন্ধ হয়ে যায়।

গত দুই বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো আমদানি ও রপ্তানি শাখায় ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তামান অনুযায়ী বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার মান বাড়াতে উদ্যোগ নেওয়া হয়। সে অনুযায়ী ধারাবাহিকভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়।

এসব পদক্ষেপের পরই কার্গো পরিবহনে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer