Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বুধবার আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ২৪ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বুধবার আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা

ছবি : ফাইল ছবি

ঢাকা : একদিকে পশ্চিমা, অন্যদিকে পূবালী লঘুচাপের সংঘাতে কয়েক দিন ধরে সারা দেশে আবহাওয়ার যে বিচিত্র আচরণ চলছে, বুধবার থেকে তার উন্নতি হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, “আশা করি পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রন বুধবার থেকে কেটে যাবে, এতে বৃষ্টি কমবে। ”

এবার মওসুমের আগেই তুলনামূলক বেশি বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সেই সঙ্গে চলছে কালবৈশাখী।

ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

পাশাপাশি কালবৈশাখীর পূর্বাভাস থাকায় নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্কতা সংকেত।

 

আব্দুল মান্নান বলেন, “পূবালী ও পশ্চিমা লঘুচাপের মিশেলে মওসুমের আগেই একটু বেশি বৃষ্টি হচ্ছে। এটা ব্যাতিক্রম হলেও অস্বাভাবিক বলা যাবে না। বেশ কিছু বছর পরপর এমন আবহাওয়ার দেখা মেলে। ”

রাজধানীতে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালী ও কুতুবদিয়ায়, ৬২ মিলিমিটার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer