Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে সাধারণদের সুযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ২০ ফেব্রুয়ারি ২০১৭

আপডেট: ১৯:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৭

প্রিন্ট:

বিসিএসে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে সাধারণদের সুযোগ

ঢাকা : ৩৫তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার পদ পূরণ না হলে একই বিসিএসের নন ক্যাডার মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অপূরণকৃত পদে ৩৫তম বিসিএস-নন ক্যাডার জাতীয় মেধাতালিকার শীর্ষে অবস্থানকারী সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’

‘এছাড়াও ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা, মহিলা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় পূরণ না হওয়া সংরক্ষিত পদগুলো ৩৬তম বিসিএসের সংশ্লিষ্ট ক্যাডারের শূন্য পদের সঙ্গে যোগ করে তা পূরণ এবং প্রাধিকার কোটায় পূরণ না হওয়া পদ সংরক্ষণের আইন ৩৬তম বিসিএসে শিথিল করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।’

তিনি আরও বলেন, ‘এছাড়া আজকের সভায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন-২০১৭, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইন-২০১৬, প্রাণি কল্যাণ আইন-২০১৬, শিশু (সংশোধন) আইন-২০১৭-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer