Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘বিশ্বাসঘাতক দিবস’ নিয়ে প্রতিবাদে সরব নেতাজিপ্রেমীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৫, ১৫ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘বিশ্বাসঘাতক দিবস’ নিয়ে প্রতিবাদে সরব নেতাজিপ্রেমীরা

ছবি: সংগৃহীত

কলকাতা : ১৫ আগস্ট ভারতে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনেই ঔপনিবেশিক ব্রিটিশ রাজ দীর্ঘকাল শাসন-শোষণের পর তাদের আনুগত্য স্বীকারকারী রাজনৈতিক শক্তির কাছে শাসনভার তুলে দেয়। তখন থেকেই সরকারিভাবে দিনটি স্বাধীনতা দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে। 

তবে ভারতের এই স্বাধীনতাকে প্রকৃত স্বাধীনতা হিসাবে অস্বীকৃতি জানিয়ে আসছেন দেশটির বহু মানুষ। তারা ব্রিটিশ রাজশক্তির কাছ থেকে ‘ডোমিনিয়ন স্ট্যাটাস’ বা ‘অধিরাজ্য’র মর্যাদাকে প্রকৃত স্বাধীনতা বলতে নারাজ। পরাধীন ভারতের স্বাধীনতার জন্য লাখো লাখো দেশপ্রেমিকদের অকাতর আত্মাহুতি দেওয়া সেই ভূখণ্ডে ‘আঁতাতের’ মাধ্যমে তথাকথিত এই স্বাধীনতা লাভকে তারা ‘বিশ্বাসঘাতক দিবস’ হিসাবে পালন করছেন তারা। 

বিশেষ করে ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা ও ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ পরিচালনাকারী ‘আর্জি-হুকুমত-ই আজাদ হিন্দ’র রাষ্ট্রপতি বা সর্বাধিনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর লাখো ভক্ত-অনুরাগীরা ১৫ আগস্টকে স্বাধীনতা দিবস উদযাপনকে জাতীয় আত্মপরিচয় বিকিয়ে দেওয়ার এক ঘৃণ্য দিবস হিসাবেই মনে করেন। বিগত সাত দশক ধরেই এনিয়ে প্রতিবাদ অব্যাহত থাকলেও সাম্প্রতিক বছরগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এনিয়ে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। 

এবছর এদিনটিকে ঘিরে ফেসবুকে প্রতিবাদে সরব রয়েছেন নেতাজিপ্রেমীরা। ১৫ আগস্টকে ‘বিশ্বাসঘাত দিবস’ আখ্যায়িত করে রিংকু সাহা নামে এক নেতাজিপ্রেমী ফেসবুকে লিখেছেন, ‘আজ থেকে ৭০ বছর আগে স্বাধীনতার নামে ভারতবাসীর সঙ্গে চূড়ান্ত বেঈমানী করে দেশবাসীকে স্বাধীনতার আফিমে ঘুম পাড়িয়ে রাখে নেহেরু গান্ধী জুটি। দেশবাসীর অমোঘ আস্থার উপর বেঈমানী করে ভারতমাতার অঙ্গচ্ছেদ করে বৃটিশশত্রুর সাথে Transfer of power agreement এর আড়ালে মিথ্যে স্বাধীনতার বাণী প্রচার করা হয়। অখণ্ড ভারত যার স্বপ্ন ছিলো সেই নেতাজী সুভাষ চন্দ্র বোস কে যুদ্ধপরাধী তকমা লাগিয়ে দেশবাসীর চোখের আড়ালে সরিয়ে রেখে অবাধে লুঠপাঠ চালালো এই নেহেরু গান্ধী পরিবার।’

তিনি লিখেছেন, ‘আর নয় , জনগণ এবার সহ্যসীমার শেষ সীমানায় পৌঁছে গেছে, তৈরী হচ্ছে বিস্ফোরনের !’

কৌশিক চৌধুরী নামে একজন লিখেছেন, ‘এ কেমন স্বাধীনতা যিনি দেশ স্বাধীন করেছেন-তিনি এখনো ‘যুদ্ধাপরাধী’। এলজ্জা সমগ্র ভারতবাসীর। আসুন সবাই মিলে প্রতিবাদ করি।’

সুভাষ দাস লিখেছেন, ‘আজ স্বাধীনতা দিবস নয়, আজ শুধু ক্ষমতা হয়েছিলো।এখনো ভারতবর্ষ ব্রিটিশ কমনওয়েলথ এর অংশ। নেতাজি আজও যুদ্ধাপরাধী, ভগত সিংহ আজও শহীদের মর্যাদা পায়নি। এরপরও আমাদের দেশ স্বাধীন?’

এন জি ব্যানার্জী লিখেছেন, ‘দেশ ছাড়া কোন আবেগ নেই, আর নেতাজি ছাড়া সে আবেগ অসম্পুর্ন। হে মহামানব, আজকের দিনে বারে বারে শুধু তোমাকেই মনে পড়ছে। অভিভাবকহীন ভারতবর্ষ আজও তোমার পথ চেয়ে বসে আছে।’

অমৃত দে লিখেছেন, ‘my dear countrymen ,let us celebrate the 70th anniversary of our dominionship of the british commonwealth!’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer