Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আফগানিস্তান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ২৩ মার্চ ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে আফগানিস্তান

ঢাকা: আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আফগানিস্তান।যে দল জিতবে তারাই চলে যাবে বিশ্বকাপের মূল পর্বে এমন সমীকরণ নিয়ে খেলতে নেমে লো স্কোরিং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৫ উইকেটের এ জয় পায় যুদ্ধ বিধ্বস্ত এ দেশটি।

শুক্রবার হারারের স্পোর্টস ক্লাবে টস জিতে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২০৮ রান সংগ্রহ করে আইরিশরা। জবাবে খেলতে নেমে ৫ বল হাতে রেখেই ঐতিহাসিক জয় পায় আফগানরা।

বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি ছিল একরকম আনুষ্ঠানিকতা মাত্র। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের কাছে জিম্বাবুয়ের হারের পর এ ম্যাচটিই হয়ে উঠে বিশ্বকাপের ওঠার নির্ধারক।

আর যদি ম্যাচ টাই বা বৃষ্টির কারণে পরিত্যক্ত হতো তবে রানরেটের বিবেচনায় আইরিশরাই বিশ্বকাপে খেলত আর বাদ পড়ে যেত বিশ্বকাপের মতো বড় আসর থেকে। এ নিয়ে খেলার আগেই এশিয়ার দর্শকরা চাইছিলেন ক্রিকেটে আগ্রাসী এ দেশটি যেন জয় পায়।

ফেভারিট তকমা নিয়েই টুর্নামেন্টটা শুরু করেছিল আফগানিস্তান। কিন্তু রশিদ খানের নেতৃত্বে দলটি শুরু থেকেই ধুঁকতে থাকে। কোনোরকমে ওঠে সুপার সিক্সে। সুপার সিক্সের ৪ ম্যাচের ২টিতে হেরে টেবিলের তলানিতে তারা। রান রেটেও আছে পিছিয়ে।

অন্যদিকে প্রায় একই সমীকরণ আয়ারল্যান্ডেরও। সুপার সিক্সের ৪ ম্যাচে দুইটি জয় ও দুইটি হার। কিন্তু রান রেটে সামান্য এগিয়ে থেকে অনেকটাই সুবিধাজনক অবস্থানে ছিল তারা। তাই শেষ পর্যন্ত ২০১৯ সালের ইংল্যান্ডের টিকিটবঞ্চিত হয় আইরিশরা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer