Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ২ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্যমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যম উদ্যোক্তা, গবেষক ও কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে তথ্যমন্ত্রী বলেন, ‘দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যময় এ কারণে যে, বাংলাদেশে এ মুহুর্তে গণমাধ্যমের স্বাধীন বিকাশ ও স্মরণকালের সবচেয়ে বেশি প্রসার ঘটেছে।’

তিনি বলেন, দেশের বিস্তৃত গণমাধ্যম জগতে এখন বছরে আড়াই হাজারেরও বেশি পত্র-পত্রিকা প্রকাশনার পাশাপাশি রয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও, কণ্ঠহীনদের কণ্ঠস্বর বলে পরিচিত কমিউনিটি রেডিও এবং অনলাইন সংবাদ পোর্টাল।

হাসানুল হক ইনু বলেন, ‘গণমাধ্যমের এই অভূতপূর্ব বিকাশকে এগিয়ে নেবার দায়িত্ব শুধু সরকারের একার নয়। দেশের গণমাধ্যম ব্যক্তিত্ব, উদ্যোক্তা, গবেষক ও কর্মীবৃন্দ এ বিষয়ে অনেক বড় ভূমিকা রাখতে পারেন। তাদের সুচিন্তিত মতামত গণমাধ্যমের বিকাশকে টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে সরকারের নিরন্তর প্রচেষ্টাকে সার্থক করে তুলবে।’

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে সকাল এগারোটা ও বিকেল সাড়ে তিনটায় দু`টি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তথ্যমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer