Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের বিশেষ ট্রেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১১ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্ব ইজতেমা উপলক্ষে রেলওয়ের বিশেষ ট্রেন

ঢাকা : টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠেয় (১৩ থেকে ১৫ জানুয়ারি) বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গীতে মুসল্লীদের ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেন সার্ভিস চালু করবে।

এসব ট্রেন রাজধানীর কমলাপুর স্টেশন থেকে টঙ্গী স্টেশনে যাতায়াত করবে। এছাড়া এ সময় বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

এ উপলক্ষে বিশেষ ট্রেনের সময়সূচি :

( ক) আখেরী মোনাজাতের আগে ১৩ ও ১৪ জানুয়ারি, ২০১৭:

ট্রেন রুট ছাড়ার সময় সূূচী গন্তব্যে পৌছার সময় সূচী

জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন জামালপুর : সকাল ৯-১৫ মিঃ টঙ্গী ঃ দুপুর ২-১৫ মিঃ

(খ) ১৩ জানুয়ারি, ২০১৭: জুম্মা স্পেশাল ট্রেন

ঢাকা- টঙ্গী স্পেশাল ট্রেন ঢাকা : সকাল ১০-২০ মিঃ টঙ্গী : সকাল ১১-২০ মিঃ

টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন টঙ্গী : দুপুর ২-৫০ মিঃ ঢাকা : দুপুর ৩-৫০ মিঃ

(গ) ১৪ জানুয়ারি, ২০১৭ :

লাকসাম- টঙ্গী স্পেশাল ট্রেন লাকসাম : সকাল ১০-০০ মিঃ টঙ্গী : দুপুর ৩-৪০ মিঃ

(ঘ) আখেরী মুনাজাতের দিন (১৫ জানুয়ারি, ২০১৭):

আপ মোনাজাত স্পেশাল ট্রেন-১ ঢাকা : ভোর ৫-৪৫ মিঃ টঙ্গী ঃ সকাল ৬-১৫ মিঃ
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-২ ঢাকা : সকাল ৭-১৫ মিঃ টঙ্গী ঃ সকাল ৮-১০ মিঃ
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৩ ঢাকা : সকাল ৭-৩০ মিঃ টঙ্গী ঃ সকাল ৮-৩০ মিঃ
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৪ ঢাকা : সকাল ৯-০০ মিঃ টঙ্গী ঃ সকাল ১০-০০ মিঃ
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৫ ঢাকা : সকাল ৯-০০ মিঃ টঙ্গী ঃ সকাল ১০-০০ মিঃ
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৬ ঢাকা : সকাল ১০-৫০ মিঃ টঙ্গী ঃ সকাল ১১-৪০ মিঃ
আপ মোনাজাত স্পেশাল ট্রেন-৭ ঢাকা : সকাল ১০-৫০ মিঃ টঙ্গী ঃ সকাল ১১-৪০ মিঃ
টঙ্গী-আখাউড়া-লাকসাম স্পেশাল টঙ্গী : দুপুর ১২-৫০ মিঃ লাকসাম- বিকেল ৫-৫০ মিঃ
টঙ্গী-আখাউড়া স্পেশাল-১ টঙ্গী : দুপুর ২-৫৫ মিঃ আখাউড়া- সন্ধা ৬-১৫ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী : দুপুর ১২-২০ মিঃ ময়মনসিংহ- দুপুর ৩-৩০ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী : দুপুর ১২-৪০ মিঃ ময়মনসিংহ- দুপুর ৩-৫৫ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-৩ টঙ্গী : দুপুর ২-১০ মিঃ ময়মনসিংহ- বিকেল ৪-৫৫ মিঃ
টঙ্গী-ময়মনসিংহ-৪ টঙ্গী : রাত ১০-৩০ মিঃ ময়মনসিংহ- রাত ১-০০ মিঃ
টঙ্গী-ঢাকা স্পেশাল-১ ও ২ টঙ্গী: দুপুর ১২-৪০ মিঃ ঢাকা- দুপুর ১-৩৫ মিঃ
টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী : দুপুর ১-১০ মিঃ ঢাকা- দুপুর ২-০৫ মিঃ
টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী : দুপুর ২-১৫ মিঃ ঢাকা- দুপুর ৩-১০ মিঃ
টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ টঙ্গী : সন্ধা ৬-৫৫ মিঃ ঢাকা- রাত ৭-৫৫ মিঃ
টঙ্গী-ঢাকা স্পেশাল-৬ টঙ্গী : রাত ৭-২০ মিঃ ঢাকা- রাত ৮-২০ মিঃ
টঙ্গী-ঢাকা স্পেশাল-৭ টঙ্গী: রাত ৯-৩০ মিঃ ঢাকা- রাত ১০-২০ মিঃ

বিশ্ব এজতেমায় আগত মুসুল্লীদের সুবিধার্থে ১০ জানুয়ারি দুপুরের পর থেকে ১৫ জানুয়ারি তারিখ আখেরী মোনাজাতের পূর্ব দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেনের টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি থাকবে। আগামী ১৩ জানুয়ারি শুক্রবার সুবর্ণ এক্সপ্রেস ও ১৫ জানুয়ারি রবিবার মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

১৫ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং তুরাগ এক্সপ্রেস-১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়নগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনসমুহ চলাচল বন্ধ থাকবে।

আখেরী মোনাজাতের পরের দিন অর্থাৎ ১৬ জানুয়ারি তারিখ টিকেটধারী মুসল্লীণের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে আরোহনের সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধুমকেতু, এগারসিন্দুর, প্রভাতী, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকুল, কালানী, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে।

যাত্রীদের অবগতির জন্য জানানো হয়েছে যে, টিকেট সংগ্রহের মাধ্যমে ট্রেনে ভ্রমণ করতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer