Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিশ্ব আমাদের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে : মাহাবুব তালুকদার

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ২৩ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিশ্ব আমাদের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে : মাহাবুব তালুকদার

ছবি : বহুমাত্রিক.কম

 

সাভার : নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদার বলেছেন, বিশ্ববাসী বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করতে হবে।

রোববার দুপুরে সাভারে বাংলাদেম লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচন কমিশনে নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বিশেষ ৯ম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠ অবাধ, অংশীদারমূলক না হলে গণতন্ত্র শক্তিশালী হয় না। ভঙ্গুর নির্বাচন দিয়ে ভঙ্গুর গণতন্ত্র কায়েম করা যায়। যা আমাদের কাম্য নয়। নির্বাচন নিয়ে আমরা বিদেশীদের সহানুভুতি চাই না।

আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহব্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের নিয়োগপ্রাপ্ত বিভিন্ন জেলার ৩৬ জন প্রশিক্ষাণার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer