Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বিলের জন্যে হাসপাতালে লাশ জিম্মি রাখা যাবে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩, ২০ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিলের জন্যে হাসপাতালে লাশ জিম্মি রাখা যাবে না

ঢাকা : চিকিৎসারত অবস্থায় কেউ মারা গেলে তার লাশ জিম্মি করে কোন হাসপাতাল অথবা ক্লিনিক চিকিৎসার খরচ পরিশোধে রোগীর আত্মীয় স্বজনদের চাপ দিতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।

এছাড়া অসচ্ছল রোগীদের বিল পরিশোধে তহবিল গঠনে স্বাস্থ্য সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কয়েকটি নির্দেশনা সহ এই রায় দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

লাইসেন্সকৃত সব ক্লিনিক ও হাসপাতালকে চিকিৎসা ব্যয় পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে লাশ জিম্মি করে না রাখার নির্দেশনা অবহিত করতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি সার্কুলার জারি করতে বলেছেন আদালত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer