Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা, দর্শনার্থী প্রবেশ নিষেধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ৭ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা, দর্শনার্থী প্রবেশ নিষেধ

ঢাকা : বাড়তি নিরাপত্তার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমন ও বহির্গমন হলে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার দুপুর থেকে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র।

৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে দেশজুড়ে বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে বিমানবন্দরের এমন সিদ্ধান্ত কিনা এ বিষয়ে জানা যায়নি।

গুলশান, বনানী, নতুন বাজার, বারিধারা, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোর্ডসহ রাজধানীর প্রায় সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকায় প্রবেশের সব পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে তল্লাশি চৌকি। নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যাও। বাড়ানো হয়েছে টহল।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কেউ যেন কোন ধরনের সহিংসতা, নাশকতা সৃষ্টি করতে না পারে, তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরধার করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer