Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিমান দুর্ঘটনা : বীমার চেক হস্তান্তর সাধারণ বীমা করপোরেশনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯, ১ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিমান দুর্ঘটনা : বীমার চেক হস্তান্তর সাধারণ বীমা করপোরেশনের

ঢাকা : নেপালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার বীমা দাবি বাবদ ৭ লাখ ডলার বা  তার সমপরিমাণ টাকার চেক হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি)।

রোববার বিকেল ৪টায় রাজধানীর এসবিসির কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধির কাছে এ চেক হস্তান্তর করা হয়। এসবিসি পুন:বীমা বাবদ ৭০ লাখ ডলারের তাদের অংশের এই টাকা পরিশোধ করেছে।

এসবিসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়াত উল ইসলাম সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীমের কাছে হস্তান্তর করেন। এ সময় এসবিসি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহরিয়ার আহসান, ডেপুটি জেনারেল ম্যানেজার জাকির হোসেনসহ এসবিসি এবং সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

৭০ লাখ ডলারের বাকি বিমার টাকার মধ্যে আর ৭ লাখ ডলার সমপরিমাণ অর্থ দিবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স এবং বাকি ৫৬ লাখ ডলার অর্থ দিচ্ছে যুক্তরাজ্যের কোম্পানি কেএম দাস্তুর।


Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer