Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

‘বিভ্রান্ত করতেই সেদিন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ১৩ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘বিভ্রান্ত করতেই সেদিন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন প্রধানমন্ত্রী’

ঢাকা : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কেন কোটা বাতিলের কথা বলেছিলেন তা জানতে চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদের তুমুল আন্দোলনের মুখে তখন কোটা বাতিলের কথা কেন বলেছিলেন? তখন তো হাইকোর্টের রায় ছিল। তখন তার মুক্তিযোদ্ধাদের কথা মনে হয়নি।

সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না ঘোষণা দেয়ার তিন মাস পর গতকাল বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানান, হাইকোর্টের রায় থাকায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা সম্ভব নয়।

শুক্রবার সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের প্রতি শেখ হাসিনার দরদ ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা বাতিল চায়নি তারা কোট সংস্কার চেয়েছিল। প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যে এটি এখন সুস্পষ্ট, তিনি ছাত্র আন্দোলনকে বিভ্রান্ত করতেই সেদিন প্রতারণার আশ্রয় নিয়েছিলেন। 

তিনি বলেন, আবারও ছাত্র আন্দোলন শুরু হলে প্রধানমন্ত্রী বেছে নেন দমনপীড়নের নিষ্ঠুর পথ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাতুড়ি, রাম দা আর বাঁশের লাঠিসহ ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষার্থীদের ওপর।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer