Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পেয়েছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২৩ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পেয়েছে

ঢাকা : দেশের বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে, তবে কোথাও কোথাও পানি স্থিতিশীল রয়েছে।
দেশের বিভিন্ন নদ-নদীর ৯০টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৪৯টি পয়েন্টের পানি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পেয়েছে ৩৭টি এবং ৪টি পয়েন্টের পানি অপরিবর্তিত রয়েছে।

ঢাকা : বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৯০টি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ২৬টি পয়েন্টের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীসমুহের পানি সমতল হ্রাস পাচ্ছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। গঙ্গা ও সুরমা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদীর পানি সমতল হ্রাস আগামী ৭২ ঘন্টায় অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকবে।

অপরদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল আগামী ২৪ ঘন্টায় হ্রাস পেতে পারে।

গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেটে ৯৮ মি.মি. সুনামগঞ্জে ৯০মি.মি. ঢাকায় ৭০ মি.মি. ভাগ্যকুলে ৬৫ মি.মি. নওগাঁয় ৬২ মি.মি. পটুয়াখালী ৬০ দশমিক ৩ মি.মি. ফরিদপুরে ৫৪ দশমিক ৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer