Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বিভিন্ন কর্মসূচিতে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে পালিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৯ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিভিন্ন কর্মসূচিতে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে পালিত

ঢাকা : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে’ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘এন্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স-ফর্ম অ্যাওয়ারনেস টু অ্যাকশন’। শনিবার রাজধানীতে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জাতীয় প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে দিবসটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিবসটি উদযাপনের সাংগঠনিক কমিটির আহ্বায়ক ডা. এ. কে. এম নজরুল ইসলাম, পরিচালক, (গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন)।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ড. নীতিশ চন্দ্র দেবনাথ। সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আইনুল হক।

বক্তারা এন্টিবায়োটিকের ব্যবহার ও নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ অধিদপ্তরকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহবান জানান। অনুষ্ঠানে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কর্মরত ভেটেরিনারিয়ানগণ অংশ নেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer