Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিপিএলের নতুন সূচি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ৭ নভেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিপিএলের নতুন সূচি

ঢাকা : মঙ্গলবার থেকে আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-এর আসর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের প্রথম দুদিনের চারটি ম্যাচই পরিত্যক্ত হয়।

বাধ্য হয়েই আরো দুদিন বিপিএল স্থগিত রাখার সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল কমিটি। এজন্য বিপিএলের নতুন সূচিও প্রকাশ করেছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল । পাশপাশি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ম্যাচগুলোও সূচিতে রেখেছে টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি।

গত শুক্রবার দুপুরে শুরু হয় বিপিএলের চতুর্থ আসর। বৃষ্টির কারনে প্রথম দিন পরিত্যক্ত হয় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের ম্যাচ দুটি। নতুন সূচীতে এই ম্যাচ দুটি রাখা হয়েছে। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে কুমিল্লা ও রাজশাহীর ম্যাচটি। ঐ দিনের বরিশাল বুলস ও রাজশাহী কিংসের ম্যাচটি ১ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে। আগের সূচিতে ১ ডিসেম্বর কোন ম্যাচ ছিলো না।

আর উদ্বোধনী দিনে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। আগের সূচীতে ১০ নভেম্বর কোন ম্যাচ ছিলো না।

আগের সূচীর দ্বিতীয় দিন পরিত্যক্ত হওয়া দুটি ম্যাচও নতুন সূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। পরিত্যক্ত হওয়া বরিশাল বুলস ও চিটাগায় ভাইকিং-এর ম্যাচটি হবে ১৪ নভেম্বর। আর ঐ দিন সন্ধ্যায় হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচটি। আগের সূচিতে ১৪ নভেম্বর কোন ম্যাচ ছিলো না।

এছাড়া ৬ নভেম্বর, অর্থাৎ আজকের রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের ম্যাচ দু’টি নতুন সূচিতে হবে যথাক্রমে ২৮ নভেম্বর ও ২০ নভেম্বর। এই দু’দিন বিপিএলের বিরতি ছিলো।

নতুন সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস।

বিপিএলের নতুন সূচি :

ঢাকার প্রথম পর্বের সূচি :

০৮ নভেম্বর, মঙ্গলবার (দুপুর ২.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস।
০৮ নভেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস।
০৯ নভেম্বর, বুধবার (দুপুর ২.০০ মিনিট) : খুলনা টাইটান্স-রাজশাহী কিংস।
০৯ নভেম্বর, বুধবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস।
১০ নভেম্বর বৃহস্পতিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স।
১১ নভেম্বর শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস।
১১ নভেম্বর শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট) : ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস।
১২ নভেম্বর, শনিবার (দুপুর ২.০০ মিনিট) : চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স।
১২ নভেম্বর, শনিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস।
১৩ নভেম্বর, রোববার (দুপুর ২.০০ মিনিট) : বরিশাল বুলস-রাজশাহী কিংস।
১৩ নভেম্বর, রোববার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স -খুলনা টাইটান্স।
১৪ নভেম্বর, সোমবার (দুপুর ২.০০ মিনিট) : বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস।
১৪ নভেম্বর, সোমবার (দুপুর ২.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস।
১৫ ও ১৬ নভেম্বর: বিরতি এবং চট্টগ্রামে যাত্রা।
চট্টগ্রাম পর্বের সূচি :
১৭ নভেম্বর, বৃহস্পতিবার (দুপুর ২.০০ মিনিট) : ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস।
১৭ নভেম্বর, বৃহস্পতিবার (সন্ধ্যা ৭.০০টা) : রংপুর রাইডার্স-বরিশাল বুলস।
১৮ নভেম্বর, শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট) : চিটাগাং ভাইকিংস-রাজশাহী কিংস।
১৮ নভেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স।
১৯ নভেম্বর, শনিবার (দুপুর ২.০০ মিনিট) : ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স।
১৯ নভেম্বর, শনিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস।
২০ নভেম্বর: রোববার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : বরিশাল বুলস-খুলনা টাইটান্স।
২১ নভেম্বর, সোমবার (দুপুর ২.০০ মিনিট) : ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস।
২১ নভেম্বর, সোমবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস।
২২ নভেম্বর, মঙ্গলবার (দুপুর ২.০০ মিনিট) : রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স।
২২ নভেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : বরিশাল বুলস-চিটাগাং ভাইকিংস।
২৩ ও ২৪ নভেম্বর : চট্টগ্রাম পর্ব শেষে ঢাকার পথে যাত্রা।
ঢাকার দ্বিতীয় পর্বের সূচি :

২৫ নভেম্বর, শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট) : রংপুর রাইডার্স-রাজশাহী কিংস।
২৫ নভেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট) : বরিশাল বুলস-খুলনা টাইটান্স।
২৬ নভেম্বর, শনিবার (দুপুর ২.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস।
২৬ নভেম্বর, শনিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : খুলনা টাইটান্স-রাজশাহী কিংস।
২৭ নভেম্বর, রোববার (দুপুর ২.০০ মিনিট) : বরিশাল বুলস-ঢাকা ডায়নামাইটস।
২৭ নভেম্বর, রোববার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস।
২৮ নভেম্বর, সোমবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : রংপুর রাইডার্স-রাজশাহী কিংস।
২৯ নভেম্বর, মঙ্গলবার (দুপুর ২.০০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস।
২৯ নভেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স।
৩০ নভেম্বর, বুধবার (দুপুর ২.০০ মিনিট) : রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস।
৩০ নভেম্বর, বুধবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : কুমিল্লা-রাজশাহী কিংস।
০১ ডিসেম্বর- বৃহস্পতিবার (সন্ধ্যা ৭.০০ মিনিট) : বরিশাল বুলস-রাজশাহী কিংস।
০২ ডিসেম্বর, শুক্রবার (দুপুর ২.৩০ মিনিট) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্স।
০২ ডিসেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭.১৫ মিনিট) : ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস।
০৩ ডিসেম্বর, শনিবার (দুপুর ২টা) : রংপুর রাইডার্স-বরিশাল বুলস।
০৩ ডিসেম্বর, শনিবার (সন্ধ্যা ৭টা) : চিটাগাং ভাইকিংস-রাজশাহী কিংস।
০৪ ডিসেম্বর, রোববার (দুপুর ২টা) : কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স।
০৪ ডিসেম্বর, রোববার (সন্ধ্যা ৭টা) : ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স।
০৫ ডিসেম্বর, সোমবার : বিরতি।
০৬ ডিসেম্বর, মঙ্গলবার (দুপুর ২টা) : এলিমিনেটর।
০৬ ডিসেম্বর, মঙ্গলবার (সন্ধ্যা ৭টা) : প্রথম কোয়ালিফাইয়ার।
০৭ ডিসেম্বর, বুধবার (সন্ধ্যা ৭টা) : দ্বিতীয় কোয়ালিফাইয়ার।
০৮ ডিসেম্বর, বৃহস্পতিবার: বিরতি।
০৯ ডিসেম্বর, শুক্রবার (সন্ধ্যা ৭টা) : ফাইনাল।
১০ ডিসেম্বর, শনিবার (সন্ধ্যা ৭টা) : রিজার্ভ ডে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer