Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বিপিএল থেকে বাদ পড়ছে বরিশাল বুলস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪২, ৯ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিপিএল থেকে বাদ পড়ছে বরিশাল বুলস

ঢাকা : এবারের বিপিএল থেকে বাদ পড়ছে বরিশাল বুলস। আর্থিক শর্ত মানতে ব্যর্থ হওয়ায় ফ্র্যাঞ্চাইজিটিকে টুর্নামেন্টের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

ফলে গত বারের মতো এবারও সাতটি দল অংশ নিচ্ছে বিপিএলে। আর নতুন মালিকানায় সিলেট আসছে নতুন নাম (সুরমা সিক্সার্স) নিয়ে।

অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো এখনো দল গোছাতে শুরু করেনি বরিশাল। যদিও ‘আইকন’ হিসেবে মোস্তাফিজুর রহমান খেলবেন, এটি নিশ্চিত হয়েছিল ক`দিন আগে। যেহেতু দলই থাকছে না টুর্নামেন্টে, মোস্তাফিজের কী হবে?

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার বলেছেন, ‘মোস্তাফিজ আইকন হিসেবে থাকছে না। তবে তাকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কি না, সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।’

বিপিএলে প্লেয়ার ড্রাফট ১৬ সেপ্টেম্বর, টুর্নামেন্ট শুরু হতে পারে ২ নভেম্বর।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer