Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘বিধ্বস্ত’ পাকিস্তানি বিমানটির ৪৭ আরোহীই নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪১, ৭ ডিসেম্বর ২০১৬

আপডেট: ২০:৫২, ৭ ডিসেম্বর ২০১৬

প্রিন্ট:

‘বিধ্বস্ত’ পাকিস্তানি বিমানটির ৪৭ আরোহীই নিহত

ঢাকা : ৪৭ জনের বেশি আরোহী নিয়ে পিকে-৬৬১ ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে চিত্রল থেকে উড্ডয়ন করে ভেঙে পড়ে।

যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে বিমানটিতে মোট ৪৭ জন ছিলেন। সকলেরই মৃত্যু হয়েছে।

স্থানীয় সময়ে বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটি চিত্রাল থেকে টেক অফ করে। বিকেল ৪.৪০ মিনিট নাগাদ ইসলামাবাদ পৌঁছনোর কথা ছিল PK-৬৬১ নম্বরের বিমানটির। কিন্তু, মাঝপথেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এক সরকারি কর্মকর্তা তাজ মোহাম্মদ খান জানিয়েছেন, বিমানটি যে অঞ্চলে ভেঙে পড়েছে, সেটি পাহাড়ি এলাকা। বিমানটি টুকরো টুকরো হয়ে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছে।

সবকটি দেহই এমনভাবে ঝলসে গেছে যে, চিহ্নিত করাই অসম্ভব।

নিখোঁজ পাকিস্তানি বিমানটি ‘বিধ্বস্ত’

৪৭ যাত্রী নিয়ে নিখোঁজ পাকিস্তানি বিমান

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer