Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

নিজস্ব সংস্কৃতি পালন দেশপ্রেমের অঙ্গ : তথ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ১৩ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নিজস্ব সংস্কৃতি পালন দেশপ্রেমের অঙ্গ : তথ্যমন্ত্রী

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে গণমাধ্যমকর্মীসহ দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে শুভেচ্ছা জানিয়েছেন ।

তথ্যমন্ত্রী ‘দেশের গণমাধ্যমের সাথে সংশ্লিষ্টজনদের এবং দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলা ভাষাভাষীকে সকলকে এ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, বর্ষবরণের উৎসব হোক নিজস্ব সংস্কৃতি আর আনন্দের রূপকার।’

বাংলা নববর্ষবরণকে বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, “পৃথিবীর সকল ভাষাভিত্তিক জাতির নিজস্ব সার্বজনীন উৎসব-পার্বণ রয়েছে। চীনাদের ‘চীনা নববর্ষ’, ইরান থেকে মধ্য এশিয়া পর্যন্ত ‘নওরোজ’, ইংরেজি ভাষাভাষীদের ‘ইংরেজি নববর্ষ’, ঠিক তেমনই পয়লা বৈশাখ বাংলা ভাষাভাষী জাতি ও জনগোষ্ঠীর সার্বজনীন উৎসব।”

হাসানুল হক ইনু বলেন, ‘জাতির নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য লালন, ধারণ ও পালন দেশপ্রেমের অঙ্গ। আর দেশপ্রেম ঈমানের অংগ। যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে পয়লা বৈশাখ বা নববর্ষ পালনের বিরুদ্ধাচারণ করেন, তারা দেশপ্রেমিক নন, প্রকৃত ধার্মিকও নন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer