Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে চার-পাঁচ দিন লাগবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ২২ মে ২০১৭

আপডেট: ২১:৪১, ২২ মে ২০১৭

প্রিন্ট:

‘বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে চার-পাঁচ দিন লাগবে’

ঢাকা : দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের বিদ্যুৎ পিরস্থিতি কিছুটা স্বাভাবিক হতে আরও চার-পাঁচ দিন লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আশুগঞ্জের বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিদ্যুতের এ সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রমজান মাসে বিদ্যুতের কোনো সংকট হবে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমি বলতে পারি একটা ভালো পরিস্থিতির দিকে যাবে। সংকট তো থাকবেই, এখনও আছে। ভালো পরিস্থিতি বলতে আগের থেকে ভালো।

তিনি বলেন, যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা যে প্রবণতায়, বলব না খুব ভালো অবস্থায় আছি। ভালো অবস্থায় যেতে আরও তিন‍ বছর লাগবে। ট্রান্সমিশনে এখন ঘাটতি রয়ে গেছে, কাজ চলছে। চায়না সরকারের কাছ থেকে যে অর্থ পাওয়ার কথা তা অন প্রসেসিং। এ জন্য কাজ শুরু করতে হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer