Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন প্রচার প্রশ্নে হাইকোর্টের রুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৫, ৯ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন প্রচার প্রশ্নে হাইকোর্টের রুল

ঢাকা : বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক কার্যক্রম পরিচালনা আইন অনুসারে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে বাধা-নিষেধ রয়েছে। জনস্বার্থে রিটটি করা হয়। আজ প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে আদেশ দেয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer