Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

‘বিচারকদের শৃঙ্খলা বিধির বিষয়ে যথেষ্ট ধৈর্য ধরছি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ২০ আগস্ট ২০১৭

আপডেট: ১৮:৫৬, ২০ আগস্ট ২০১৭

প্রিন্ট:

‘বিচারকদের শৃঙ্খলা বিধির বিষয়ে যথেষ্ট ধৈর্য ধরছি’

ঢাকা : আবার বাড়ল অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশের সময়। আগামী ৮ অক্টোবর পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশের জন্য আরো কিছুদিন সময় চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন সময় নির্ধারণ করেন আপলি বিভাগ।

এসময় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘মিডিয়াতে অনেক কথা বলেন। কোর্টে এসে অন্য কথা বলেন। আপনাকে নয়। আপনাদের বলছি। আপনিই বলেন। কবে কী হবে। আপনারা ঝড় তুলছেন। আমরা কোনো মন্তব্য করছি?’

এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘না আপনারা করেননি।’ জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘আপনার চাওয়া মতো ৮ তারিখ রাখলাম।’ সর্বশেষ গত ৬ আগস্ট গেজেট প্রকাশে রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহ সময় দেন আদালত।

এরপর গত ২৭ জুলাই নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি চূড়ান্ত করে তার অনুলিপি প্রধান বিচারপতির কাছে জমা দেন আনিসুল হক। তবে তা গ্রহণ করেননি প্রধান বিচারপতি। কারণ হিসেবে ওই খসড়ায় আপিল বিভাগের পরামর্শের প্রতিফলন দেখা যায়নি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer