Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিক্ষুব্ধ কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০২:৩৬, ১৩ নভেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিক্ষুব্ধ কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

ঢাকা : স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় রোববার কাতালোনিয়া যাচ্ছেন। অঞ্চলটির ওপর সরাসরি কেন্দ্রের শাসন বলবৎ করার পর এটাই সেখানে তার প্রথম সফর।

এদিকে শনিবার আঞ্চলিক নেতাদের মুক্তির দাবিতে কাতালোনিয়ায় হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে। খবর এএফপি’র।

রাহয় রোববার স্থানীয় সময় বেলা ১১টায় কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় যাচ্ছেন। আগামী মাসের নির্বাচনে তার পপুলার পার্টির প্রচারণাকে সামনে রেখে তিনি এই সফরে যাচ্ছেন।

কাতালান নেতা কার্লেস পুজেমনকে বরখাস্ত, তার আঞ্চলিক সরকারের ক্ষমতা কেড়ে নিয়ে পার্লামেন্টকে ভেঙ্গে দেয়া এবং অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল করার দুই সপ্তাহ পর তিনি সেখানে যাচ্ছেন।
তিনি ২১ ডিসেম্বর সেখানে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছেন। খবর এএফপি’র।

স্পেনের বার্সেলোনায় শনিবার বিচ্ছিন্নতাবাদী কাতালান নেতাদের মুক্তির দাবিতে সাড়ে সাত লাখ লোক বিক্ষোভ করেছে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা দাবি করায় তাদের আটক করা হয়েছে। রাহয় বার্সেলোনায় জনসম্মুখে বের হবেন না। সেখানকার একটি হোটেলে তার দলের মনোনিত এক প্রার্থীর একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer