Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাড়ির মালিকসহ আটজনকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

নারায়ানগঞ্জ সংবাদদাতা

প্রকাশিত: ২০:৩৩, ২৭ আগস্ট ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাড়ির মালিকসহ আটজনকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে

নারায়ণগঞ্জ : জেলা শহরের পাইকপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালানো বাড়িটির মালিক মোহাম্মদ নূরুদ্দিন দেওয়ান, তাঁর স্ত্রী, তিন ছেলেসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে গেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে আটজনকে একটি সাদা মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এখবর নিশ্চিত করে বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

তাদের নিয়ে যাওয়ার পরে ওই বাড়ি থেকে নিহত তিন জঙ্গির লাশ অ্যাম্বুলেন্সযোগে জেলার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এর আগে শনিবার সকালে নারায়ণগঞ্জ সদরের পাইকপাড়ায় দেওয়ানবাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াতের সদস্যদের যৌথ অভিযানে গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার হোতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer