Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কেমন হবে গরমকালের মেকআপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৫, ১৫ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কেমন হবে গরমকালের মেকআপ

ঢাকা : গরমকালে মেকআপ করাটা অনেকের কাছেই ঝক্কির। মুশকিল আসানে রইলো কিছু টিপস-


• সকালে অনুষ্ঠান হলে প্রথমে চাই সানস্ক্রিনের সুরক্ষা বর্ম। তেলতেলে ভাব কাটানোর জন্য এর উপর লাগান মিনারেল পাউডার। সানকিস্ড লুক চাইলে, মিনারেল পাউডারের উপর লাগাতে হবে ব্রনজার (কপালে, চিকবোনে, নাকের ঠিক উপরের অংশে লম্বালম্বিভাবে ও চিনে)। এর পর লাগান অয়েল ফ্রি আইলাইনার ও মাসকারা।

• এই সিজনে পোশাকে সাদা, বেজ, পিঙ্ক বা সবুজের স্নিগ্ধতাই বেশি়। তাই ঠোঁটে গাঢ় রঙা লিপস্টিক কিংবা উজ্জ্বল সবুজ-নীল রঙের আইলাইনার সেই রঙের ঘাটতি পূরণ করুক।

• মেকআপ করতে বসার আগে ঠান্ডা হয়ে বসাটা খুব দরকার। সন্ধ্যার জন্য থাকবে অয়েল ফ্রি ময়শ্চরাইজারের টাচ। তার উপর প্রাইমার, যা ঢেকে দেবে স্কিনটোনের খুঁত। এর উপর মিনারেল পাউডার দেবে মেকআপ ফিনিশ। ঘামও হবে কম। এর উপর থাকুক ব্রনজারের ছোঁয়া। মাঝের দুটো আঙুল দিয়ে ব্লাশার লাগাতে পারেন। টান হবে নীচ থেকে উপরে। তবে শিমার ও ফাউন্ডেশন নো-নো।

• সবশেষে ওয়াটারপ্রুফ আইলাইনার ও মাসকারা এবং ঠোঁটে থাকবে মানানসই লিপস্টিক।তা হলে এখন থেকে গ্রীষ্মেও নিশ্চিন্তে আপনার ত্বকে-ঠোঁটে-গালে লেগে থাকুক মেকআপ স্পর্শ।

আনন্দবাজার পত্রিকা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer