Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

বাল্টিক সাগরে রুশ-চীন যৌথ মহড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৫, ১৮ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাল্টিক সাগরে রুশ-চীন যৌথ মহড়া

ঢাকা :রাশিয়া ও চীনের যৌথ নৌ মহড়ার প্রথম ভাগে প্রায় ১০টি রণতরী ও যুদ্ধ বিমান অংশ নেবে। ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত বাল্টিক সাগরে মহড়াটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়।

মন্ত্রণালয় আরো জানায়, প্রথম ভাগের যৌথ মহড়ায় উভয় দেশেরই বেশ কয়েকটি রণতরী এবং বিমান ও হেলিকপ্টার অংশ নেবে। খবর তাস’র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২১ জুলাই বাল্টিক সাগর তীরবর্তী নগরী বালতিস্কে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী পৌঁছে যাবে।

একই দিন আনুষ্ঠানিকভাবে মহড়াটি উদ্বোধন করা হবে। উল্লেখ্য, ২০১২ সালে প্রথমবারের মতো দেশদুটির মধ্যে যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer