Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বার্সার অধিনায়কত্ব এবার মেসির কাঁধে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ১১ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বার্সার অধিনায়কত্ব এবার মেসির কাঁধে

ঢাকা : আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর কাতালান ক্লাবটির অধিনায়কত্ব পড়েছে আর্জেন্টাইন সুপারস্টারের কাঁধে।

শুক্রবার বার্সার পক্ষ থেকে এ বিষয়ে এসেছে চূড়ান্ত ঘোষণা। ২০১৫ সাল থেকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা মেসির নেতৃত্বেই তাই নতুন মৌসুমে খেলবে স্প্যানিশ জায়ান্টরা। আর্জেন্টাইন সুপারস্টার সহকারী হিসেবে পাচ্ছেন সার্জিও বুসকেটস জেরার্ড পিকে ও সার্জিও রবার্তোকে।

নেতৃত্বটা মেসির জন্য অবশ্য আহামরি চমক নয়। বিগত সাত বছর ধরে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব করছেন তিনি। মেসির নেতৃত্বেই ২৪ বছর পর ব্রাজিলে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এরপর দুবার দলকে নিয়ে গেছেন কোপা আমেরিকার ফাইনালে।

তাছাড়া ইনিয়েস্তার সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অনেক ম্যাচেই বার্সার অধিনায়কত্বও পড়েছে তার কাঁধে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer