Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বাকৃবি’র ছাত্রী হলে পানির সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ২১ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবি’র ছাত্রী হলে পানির সরবরাহের দাবিতে রাস্তা অবরোধ

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক শেখ ফজিলাতুননেছা মুজিব হলে বৃহস্পতিবার থেকে পানি সরবরাহ বন্ধ থাকায় হলে পানির সরবরাহের দাবিতে ৪ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রীরা বালতি নিয়ে হলের সম্মুখ রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। টানা ৪ ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে তারা। এসময় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, প্রায় সময়ই আমাদের হলে পানি থাকে না এবিষয়ে আমরা আগেও হল প্রশাসনের কথা বলেছি। তারা আমাদের সমস্যা সমাধান করেনি। পানি না থাকার ফলে আমরা গোসল করতে পারছি না। এসমস্যার দ্রুত সমাধান চাই।

শেখ ফজিলাতুননেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড.এ.কে.এম. আজাদ-উদ-দৌলা প্রধান বলেন, পানির পাম্পেরর সমস্যা জন্য হলেই এই সমস্যা হচ্ছে। আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রধান প্রকৌশলীকে বিষয়টি অবহিত করলেও তারা কোন কার্যকর পদক্ষেপ নেননি।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer