Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাকৃবিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ২১ দফা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৬, ২০ এপ্রিল ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবিতে সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ২১ দফা

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য পড়াশুনা ও গবেষণা সুষ্ঠু পরিবেশ, অতিদ্রুত কেন্দ্রীয় ছাত্র-সংসদ নির্বাচনসহ ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন করে বাকৃবি শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকৃবি শাখা সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল। লিখিত বক্তব্যে রুবেল বলেন, অবিলম্বে বাকসু কার্যকর ও নির্বাচন প্রদান করতে হবে, মাদকমুক্ত ক্যাম্পাস নিশ্চিতকরণ ও মাদকের সঙ্গে জড়িতদের শাস্তি প্রদান করতে হবে,বঙ্গবন্ধু স্মৃতিচত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে হবে, শিক্ষার্থীদের হলের ডাইনিং,ক্যান্টিন এর খাবারের মান উন্নয়ন এবং পর্যাপ্ত ভর্তূকির ব্যবস্থা করতে হবে,ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের ৪ টি গেটে ৪ টি হট নম্বর চালু করতে হবে,একাডেমিক কারিকুলাম আধুনিকীকরণ এবং প্রতিটি ক্লাসরূমে সংস্কার ও ডিজিটাল করতে হবে,বর্ধিত শিক্ষার্থীদের জন্য নতুন হল নির্মাণ করতে হবে, টি.এস.সি কে শিক্ষক ও শিক্ষার্থী বান্ধব করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ ও সংস্কার করতে হবে, কেন্দ্রীয় লাইব্রেরীতে শিক্ষার্থীদের সবধরণের বই নিয়ে প্রবেশাধিকারের জন্য আলাদা রুম বরাদ্দ করতে হবে, ৭% কোটা বাতিল করে লিখিত ও মৌলিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে হবে, পরিবহন ব্যাবস্থা উন্নতকরণ ও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাসের ব্যাবস্থা গ্রহণ করতে হবে,ক্যাম্পাসের অভ্যন্তরীণ খাবার হোটেল গুলোর খাবার মান দেখভালের জন্য পরিদর্শক টিম গঠন ও খাবারের মূল্য নির্ধারণ করতে হবে, বিশ্বদ্যালয়কে সেশনজটমুক্ত করতে দ্রুত উদ্যোগী হতে হবে, শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি বৃদ্ধি করতে হবে এবং দ্রুত ডিজিটাল আইডি কার্ড প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক এলাকায় মশা নিধনের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, ইন্টারনেট সেবা উন্নতকল্পে আবাসিক হল গুলোতে ব্রডব্যান্ডের ব্যবস্থা করতে হবে, মেডিকাল কেয়ার সেন্টারের আধুনিকীকরণ ও চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করতে হবে, বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশন চালু করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে যানবাহন চলাচল সীমিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে।

দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান নেতারা। এতে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো: সবুজ কাজীসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer