Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের সুবর্ণ জয়ন্তী রেজিস্ট্রেশন শুরু

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০২, ১৮ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের সুবর্ণ জয়ন্তী রেজিস্ট্রেশন শুরু

ছবি : বহুমাত্রিক.কম

ময়মনসিংহ : আগামী ২-৪ মার্চ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।

এতে ওই অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীসহ পাশকৃত শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণের পূর্বে প্রত্যেকেই রেজিস্ট্রশন সম্পন্ন করে রকেটে নির্দিষ্ট টাকা পরিশোধ করে করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন কমিটির আহবায়ক এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ।

জানা যায়, ১৯৬৭ সালে মাৎস্যবিজ্ঞান অনুষদের পথচলা। ২০১৭ সালে এসে ৫০ বছরে পদার্পন করেতে যাচ্ছে অনুষদটি। এ উপলক্ষে তিন দিনব্যাপি সুবর্ণ জয়ন্তী উদযাপন করার পদক্ষেপ নিয়েছে মাৎস্যবিজ্ঞান অনুষদ কর্তৃপক্ষ ।

এতে মৎস্য র‌্যালী, মৎস্য গবেষণা-ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম, মৎস্য-মেলা, পোষ্টার প্রদর্শনী, স্মৃতিচারণ, সাস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি দিয়ে সজ্জিত করা হবে।

এ সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবপেজ (http://www.bau.edu.bd) ভিজিট করে অথবা সরাসরি (http://fof50years.bau.edu.bd/registration) লিংকে ক্লিক করলে সব তথ্য জানা যাবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer