Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

বাকৃবিতে ব্যক্তিগত শত্রুতার জের ধরে মারামারি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৭, ২৫ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবিতে ব্যক্তিগত শত্রুতার জের ধরে মারামারি

ময়মনসিংহ : ব্যক্তিগত শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বুধবার দুপুর ২ টার দিকে শহীদ শামসুল হক হলের আবাসিক শিক্ষার্থী সাকিব ফেরদাউস রাতুল এবং আশরাফুল হক হলের আবাসিক শিক্ষার্থী নুরে আলম অনিকের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, আশরাফুল হক হলের আবাসিক শিক্ষার্থীরা ক্লাস শেষ করে হলে আসার পথে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালায়। এরপর আশরাফুল হক হলের জুনিয়র নেতাকর্মীরা লাঠি, স্ট্যাপ ও রড নিয়ে বের হওয়ার চেষ্টা করে।

এসময় ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন।হলের প্রবেশের সময় সভাপতির এক সমর্থক গেটের দায়িত্বরত দায়োয়ানের গলা টিপে ধরেন বলে অভিযোগ উঠেছে।দারোয়ান সভাপতিকে চিনতে পারায় এই ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগী। এসময় হলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হয়। পরে আশরাফুল হক হলে ঢুকে সভাপতি বিষয়টি মিমাংসা করেন।

বাকৃবি ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী এ বিষয়ে বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে জুনিয়র দুই ছাত্রের মধ্যে মারামারি করেছে। এতে কোন ছাত্রলীগের সম্পৃক্ততা নাই। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.এ.কে.এম জাকির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য যে, গত বুধবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে বিশ্ববিদ্যালয়ের শেষমোড়ে ওই দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer