Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ২৫ জুলাই ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাকৃবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ছবি : বহুমাত্রিক.কম

‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ এক বর্ণাঢ্য শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান শোভাযাত্রাা শুভ উদ্বোধন ও মাছের পোনা অবমুক্ত করেন। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রক্ষ্মপুত্র নদের তীরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্ত শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এক সেমিনার আয়োজন করা হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক ড. মো. খলিলুর রহমান, একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. এম এ সালাম। স্বাগত বক্তব্য দেন ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবুল মুনসুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ কেএম নওশাদ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একোয়াকালচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

এসময় বক্তারা বলেন, আমরা এখন মাছ চাষে স্বয়ংসম্পূর্ণ। এ উৎপাদন ধরে রাখতে হবে এবং গুনগতমানের উপর জোর দিতে হবে। বাহিরে বাজার সৃষ্টি করতে হবে। মূল্য সংযোজন করতে হবে। এখন মাছের খাবারের মূল্য বেশি অপরদিকে বাজারমূল্য কম হওয়ায় খামারিদের রোকসান হচ্ছে। এছাড়া বাজারে কোন মাছের খাবারই গুণগতমানসম্পর্ণ নয়। যত গ্রাজুয়েট বের হচ্ছে একবিংশ শতাব্দির মাঝামাঝি সকলের সরকারি চাকরির যোগান দেওয়া সম্ভব হবে না। তখন আমাদের গ্রাজুয়েটদের প্রধান চাকরিদাতা হবে বেসরকারি খাত। এজন্য আমাদের যথাযথ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে, গ্রাজুয়েটদের সেভাবে তৈরি করতে হবে। আমাদের উদ্যোক্তা হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান বলেন, দেশের মৎস্য সম্পদকে আরো সমৃদ্ধশালী করতে মৎস্য গবেষক, খামারি ও সংশ্লিষ্ট সবাইকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer