Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বাউল শিল্পী নির্যাতনের ঘটনায় উদীচী’র নিন্দা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ১১ আগস্ট ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাউল শিল্পী নির্যাতনের ঘটনায় উদীচী’র নিন্দা

ঢাকা : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গানের কথা বলে একজন বাউল শিল্পীকে ঢাকার আশুলিয়ায় ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এ নিন্দা ও শাস্তির দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে আমন্ত্রণমূলক অনুষ্ঠানে গান গেয়ে অধিকাংশ বাউল শিল্পীকে জীবিকা নির্বাহ করতে হয়। এই জীবিকা নির্বাহের তাগিদেই বুধবার রাতে গানের অনুষ্ঠানের ডাকে আশুলিয়ার আউখপাড়া শহিদুল্লাহর খামারবাড়িতে গিয়েছিলেন ওই বাউল শিল্পী। কিন্তু মিথ্যা কথা বলে তাঁর উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছে তা অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণ্য অপরাধ।

বিবৃতিতে এ ধরনের জঘন্য অপরাধের সাথে যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer