Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশে ফোন সেট উৎপাদনে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ কোম্পানি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫, ২১ জানুয়ারি ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশে ফোন সেট উৎপাদনে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ কোম্পানি

ঢাকা: যুক্তরাজ্যের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে মোবাইল ফোন সেট উৎপাদন খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। শনিবার ঢাকায় প্রাপ্ত খবরে এ কথা জানা গেছে। খবর বাসস’র

ওয়েলস ভিত্তিক একটি খাদ্য বিপনন প্রতিষ্ঠান- ইউরো ফুডস গ্রুপ, বাংলাদেশে আরও বিনিয়োগের ব্যাপারে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইনের কাছে তাদের এই আগ্রহ ব্যক্ত করে।
হাইকমিশনার ওয়েলসের গয়েন্ট-এর নিউপোর্টে এর কোম্পানিটির কয়েকটি প্ল্যান্ট পরিদর্শর করতে গেলে তারা এই প্রস্তাব দেয়। বাংলাশে এই কোম্পানিটির কয়েকটি মাছ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট রয়েছে।

হাইকমিশনার তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব গ্রহণ করেন এবং তাদের কালিয়াকৈর হাইটেক পার্কে জমি বরাদ্দ দেয়ার আশ্বাস দেন।

হাইকমিশনার অনিবাসী বাংলাদেশীদের দেশের বিনিয়োগ করার এবং বর্তমান সরকার প্রদত্ত সুবিধাদি গ্রহণ করার অনুরোধ জানান।

উল্লেখ্য, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের দৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং দেশটি বাংলাদেশে ২য় বৃহত্তম বিনিয়োগকারী। পাশাপাশি, যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি বাজার।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেকের বক্তব্য অনুসারে, ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগের পরিমাণ ৩২২ মিলিয়ন মার্কিন ডলার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer