Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আইন শিথিল হচ্ছে ব্রিটেনে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৮, ৭ জানুয়ারি ২০১৮

আপডেট: ০০:৪৪, ৮ জানুয়ারি ২০১৮

প্রিন্ট:

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আইন শিথিল হচ্ছে ব্রিটেনে

ফাইল ছবি

ঢাকা : নতুন বছরে বাংলাদেশ থেকে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নিয়ম-নীতি আরও শিথিল করেছে ব্রিটেন সরকার। এতদিন সেখানকার ৪টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ব্রিটিশ ভিসার জন্য আবেদন করতে পারলেও, এখন সেটি বেড়ে ২৭টিতে দাঁড়াবে।

সংশ্লিষ্টরা বলছেন, এতে ব্রিটেনে আগের তুলনায় বাইরের দেশের শিক্ষার্থী ভর্তির সুযোগ বাড়ার পাশাপাশি, কাজের ক্ষেত্র বৃদ্ধি পাবে। এছাড়া মাস্টার্স শেষে ব্রিটেনে চাকরি খোঁজার জন্যও সুযোগ মিলবে আরও ৬ মাস।

শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য বিষয়াদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই যাচাই করবে। মনোনীত হলে তারা ভর্তির আবেদন গ্রহণ করবে। ভর্তি চূড়ান্ত করতে পারলেই এই পাইলট প্রজেক্টের নিয়ম অনুযায়ী ভিসা প্রাপ্তি অনেকটাই নিশ্চিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer