Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সতর্কতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ১৪ ডিসেম্বর ২০১৭

আপডেট: ১০:৩৭, ১৪ ডিসেম্বর ২০১৭

প্রিন্ট:

বাংলাদেশ ভ্রমণে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সতর্কতা

ফাইল ছবি

ঢাকা : সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ বিষয়ক অফিসিয়াল ওয়েবসাইটে সতর্কবার্তার তথ্য হালনাগাদ করা হয়। এর আগে মঙ্গলবার যুক্তরাজ্য একই সতর্কতা জারি করেছিল।
 
অস্ট্রেলিয়ার সতর্কবার্তায় বলা হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় ধরণের ঝুঁকি আছে এবং বিশ্বাসযোগ্য তথ্য থেকে ইঙ্গিত পাওয়া গেছে, জঙ্গিরা বাংলাদেশের পশ্চিমা স্বার্থকে টার্গেট করে হামলার পরিকল্পনা করছে।
 
নতুন সংযোজন করা বার্তায় দেশটি জানায়, ১৬ই ডিসেম্বরের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে সন্ত্রাসী হামলা চালাতে পারে জঙ্গিরা। যুক্তরাজ্য সতর্কবার্তায় জানায়, লোকসমাগম হয় এমন স্থানে হামলা চালাতে পারে জঙ্গিরা।
 
সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে হালনাগাদকৃত সতর্কবার্তায় জানানো হয়, বাংলাদেশে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। ব্রিটিশ নাগরিকদের সরাসরি লক্ষ্য করেও হামলার ঘটনা ঘটতে পারে বলে বার্তায় আশংকা প্রকাশ করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer