Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক চিত্র পাল্টাবে রামগড় স্থলবন্দর: মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ২১ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ-ভারতের অর্থনৈতিক চিত্র পাল্টাবে রামগড় স্থলবন্দর: মন্ত্রী

ঢাকা : খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে দেবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার সকালে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে নির্মাণাধীন ভারত-বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত নদী ফেনীর ওপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থলবন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। রামগড় স্থলবন্দর দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে দেবে।

ফেনী নদীর উপর ভারতের অর্থায়নে নির্মিত মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলে জানান তিনি।

এর আগে নৌপরিবহন মন্ত্রীকে খাগড়াছড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্রলাল

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer