Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘বাংলাদেশ-ভারত উভয়ে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এক সঙ্গে রক্ত দিয়েছে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘বাংলাদেশ-ভারত উভয়ে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এক সঙ্গে রক্ত দিয়েছে’

ঢাকা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক শুক্রবার বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে বাংলাদেশ ও ভারত এক সঙ্গে রক্ত দিয়েছে।

জাতীয় জাদুঘরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘ইন্টারএ্যাকশন উইথ ইন্ডিয়ান ওয়ার ভেটেরান্স’ শীর্ষক এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে।

বাংলাদেশ ও ভারতের মিত্র বাহিনী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একসাথে লড়েছে, রক্ত দিয়েছে এবং জীবন বিসর্জন দিয়েছে।

এ উপলক্ষে ভারতের মেজর জেনারেল এইচ এস ক্লের লিখিত ‘ঢাকায় ১২ দিন’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। লেখকের ছেলে আইএফএস-এর উইং কমান্ডার (অব.) দীজয় ক্লের বইটি সম্পাদনা করেন।

অনুষ্ঠানে বইটির বাংলা ও ইংরেজি উভয় ভার্শনেরই মোড়ক উন্মোচন করা হয়। তবে ভারতে মোড়ক উন্মোচনের পর ইংরেজি ভার্শনটি আগেই বাংলাদেশের বাজারে এসেছে।

দীজয় ক্লের স্ত্রী-পুত্র ও নাতি-নাতনিসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

ব্রিগেডিয়ার এইচএস ক্লের মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ৯৫ মাউন্টেন ব্রিগেডের কমান্ডিং অফিসার ছিলেন। দীজয় সেই সময় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ফ্লাইং অফিসার ছিলেন। তিনিও মুক্তিযুদ্ধে অংশ নেন।এইচএস ক্লের ২০১৬ সালে মারা যান।

ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ স্বাইকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ১০ ভারতীয় সৈন্য এবং বাংলাদেশের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer