Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২০, ১৭ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা ২৬ জুলাই

ঢাকা : বাংলাদেশ ব্যাংক আগামি ২৬ জুলাই ২০১৭-১৮ অর্থ বছরের জন্য মুদ্রানীতি প্রতিবেদন ঘোষণা করবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান মুখপাত্র শুভঙ্কর সাহা আজ বাসস’কে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির আগামি ২৬ জুলাই সকালে ২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতি তুলে ধরবেন।’

সতর্কতামূলক অবস্থান বজায় রেখে এবং বিনিয়োগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, মূল্যস্ফীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়ে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘২০১৭-১৮ অর্থবছরের প্রথম অর্ধাংশের মুদ্রানীতিতে আমরা বড় ধরনের কোন পরিবর্তন আনব না।’

মুদ্রানীতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বাসস’কে বলেন, ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট এবং রাজস্ব নীতি অনুসারে মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করা হবে। তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই নীতিকে আরও ফলপ্রসু করার লক্ষ্যে অর্থনীতিবিদ, বিভিন্ন উদ্যোক্তাদের সাথে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, ‘উদ্যোক্তাদের কাছ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা এসেছে। সেসব পরামর্শ বিশ্লেষণের পরে আমরা মুদ্রানীতি প্রতিবেদন চূড়ান্ত করছি।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer