Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ বিমানের ‘গোল্ড মেম্বারশিপ’ পাচ্ছে রোবট সোফিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৯, ৫ ডিসেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ বিমানের ‘গোল্ড মেম্বারশিপ’ পাচ্ছে রোবট সোফিয়া

ঢাকা : কৃত্রিম বুদ্ধিমত্তার নারী রোবট সোফিয়া বাংলাদেশে চলে এসেছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোবট সোফিয়াকে ‘গোল্ড মেম্বারশিপ’ দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। সৌদি নাগরিক হলেও ভিসা পাসপোর্ট লাগেনি সোফিয়ার।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, রোবট সোফিয়াকে সৌজন্যমূলক (কমপ্লিমেন্টারি) ‘গোল্ড মেম্বারশিপ’ দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস’র ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোনো যাত্রী প্রতিবছর ৭৫ হাজার মাইল আকাশপথ ভ্রমণ করলে গোল্ড মেম্বারশিপ পেতে পারেন। তিনি ব্যক্তিগত গোল্ড কার্ড, ব্যাগেজ কার্ড ও সিইওর কাছ থেকে সম্ভাষণ চিঠিসহ বিশেষ উপহার পান। দুই বছরের ওই কার্ডে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণসহ নানা সুবিধা পান যাত্রী।

বুধবার থেকে শুরু হতে যাওয়া দেশের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি উৎসব ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী দিনে সোফিয়া উপস্থিত থাকবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সঙ্গে থাকবেন তার নির্মাতা ডেভিড হ্যানসন।

তবে সোফিয়ার সঙ্গে কেউ কথা বলার সুযোগ পাবেন না।

বুধবার অনুষ্ঠান শেষেই দেশে ফিরে যাবে সোফিয়া। সোফিয়াকে দেখতে হলে নিবন্ধন করতে হবে ডিজিটাল ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের ঠিকানা https://www.digitalworld.org.bd/

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer